উজিরপুরে নসিমন উল্টে খাদে পড়ে যুবক নিহত

প্রকাশের তারিখ: মার্চ ১৫, ২০২১ | ৫:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের উজিরপুর উপজেলায় ওভারটেকিং করতে গিয়ে শ্যালোমেশিনচালিত নসিমন উল্টে খাদে পড়ে রুবেল সরদার (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় আমরাবাড়ি নামকস্থানে সদর-ধামুরা আঞ্চলিক সড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল উপজেলার শোলক ইউনিয়নের কাংশি গ্রামের মজিবর সরদারের ছেলে।

 

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জিয়াউল আহসান জানান, বেলা সাড়ে ১১টার দিকে দুটি নসিমন ধামুরা থেকে উপজেলা সদরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে আমড়াবাড়ি নামকস্থান অতিক্রমকালে দুর্ঘটনাকবলিত নসিমনটি পাল্লা দিয়ে অপর নসিমনকে ওভারটেক করতে গিয়ে সড়কের খাদে পড়ে উল্টে যায়। এ সময় নসিমন থেকে ছিটকে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন যুবক রুবেল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। একই সাথে দুর্ঘটনাকবলিত নসিমন দুটিকে থানা হেফাজতে রাখা হয়েছে। তবে নসিমন দুটির চালক দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করতে পারেনি পুলিশ।’

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host