সন্ত্রাসী হামলার শিকার গৃহবধূ গুরুতর অবস্থায় শেবাচিমে

প্রকাশের তারিখ: মার্চ ১৫, ২০২১ | ১১:০৮ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদকঃ

স্থানীয় সন্ত্রাসীদের হামলার শিকার গৃহবধূ গুরুতর অবস্থায় শেবাচিম হাসপাতালে ভর্তি রয়েছে।বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের সারুখালী গ্রামের মুন্সী বাড়ির স্থায়ী বাসিন্দা শাহীন মুন্সির স্ত্রী মুক্তা বেগম(৪০) সহ কয়েকজনের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গতকাল সকালে হঠাৎ করেই এমেল ও খোকন নামের
দুই ভাই অতর্কিত ভাবে সন্ত্রাসী হামলা চালায় বলে অভিযোগ করে ভূক্তভোগী পরিবারের। আহত সূত্রে জানা গেছে, বরিশাল সদর উপজেলার চাঁদ পুরা ইউনিয়নের সারুখালী গ্রামের মুন্সী বাড়ির বাসিন্দা বাইতুল মুন্সির কাছ থেকে এক মাস আগে একটি চাম্বুল ও দুইটি মেহগনি গাছ ৮ হাজার টাকার বিনিময়ে ক্রয় করে শাহীন মুন্সি। তিনি তার ক্রয়কৃত গাছ কেটে নেয়ার সময় হঠাৎ করেই তার সৎ ভাই সদের উদ্দীন মুন্সীর দুই ছেলে খোকন(৫০)ও এমেল(৩৫) তাদের বাধা প্রদান করে তাদের উপর লাঠি সোটা দিয়ে হামলা চালায়। এতেকরে ব্যাবসায়ী শাহিন মুন্সি সহ তার স্ত্রী মুক্তা বেগম গুরুতর আহত হয়ে তার হাতের দুটি আঙ্গুল ভেঙে যায়। গুরুতর অবস্থায় শাহিনের স্ত্রী মুক্তাকে গতকাল শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক জানায় মুক্তার হাতে ভারি আঘাতের কারনে তার ডান হাতের দুটো আঙুল ভেঙে গেছে। এবিষয়ে ভুক্তভোগী আহত পরিবার জানায় সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে মামলার পস্তুতি চলছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host