কবিতার শিরোনামঃ “৭ই মার্চের ভাষণ”

প্রকাশের তারিখ: মার্চ ১৭, ২০২১ | ১০:৩২ পূর্বাহ্ণ

“৭ই মার্চের ভাষণ”।
—মোহাম্মদ এমরান।

অস্থিমজ্জা এক হয়ে ধায়
অাবেগটুকু প্রশমিত হয়ে
বিবেকটাকে কুঁড়ে কুঁড়ে খায়
হৃদয়টাকে করতে পারিনা শাসন!
যখনই শুনি বঙ্গবন্ধুর
৭ই মার্চের ভাষণ।

ইচ্ছে করে বেরিয়ে পড়ি
দূর্ণিতী রুখে অনাচার ধিকে
দেশটাকে গড়ি সব ভেঁঙ্গে-চুঁড়ে
একাকার করে কেটে রক্তের বাঁধন!
যখনই শুনি বঙ্গবন্ধুর
৭ই মার্চের ভাষণ।

জিতেন্দ্রিয় জাতি সংগ্রামী হয়ে
ভূখণ্ড স্বাধীন করার সাহস
পায় কি করে,
কিসের নেশায় কখন?
বুঝতে পারি তখন-
যখনই শুনি বঙ্গবন্ধুর
৭ই মার্চের ভাষণ।

নিরস্ত্র যোদ্ধা হিংস্র হয়ে
রুখে দেয় পাকিদের শাসন শোষণ!
কোন ভরসায়? কখন?
বুঝতে পারি তখন-
যখনই শুনি বঙ্গবন্ধুর
৭ই মার্চের ভাষণ।

কুড়ি থেকে বুড়ী, শিশু জোয়ান
কিংবা পোয়াতি নারী
যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে
কিসের অাশায়? কখন?
বুঝতে পারি তখন-
যখনই শুনি বঙ্গবন্ধুর
৭ই মার্চের ভাষণ।

দেশটাকে বসিয়ে মায়ের অাসনে
রক্ত টগবগিয়ে উনুন জ্বেলে
খালি বুক পেতে দিয়ে যুদ্ধ করে
কোন খেয়ালে কখন?
বুঝতে পারি তখন-
যখনই শুনি বঙ্গবন্ধুর
৭ই মার্চের ভাষণ।
=======\\\=======

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host