করোনাকালে সরকার অর্থনীতির চাকা সচল রেখে বিশ্বে প্রশংসিত —–জ্যাকব

প্রকাশের তারিখ: মার্চ ১৮, ২০২১ | ৬:০২ অপরাহ্ণ

 

এম লোকমান হোসেন, নিজস্ব প্রতিবেদক :

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, করোনাকালে সরকার উন্নয়ন ও অর্থনীতির চাকা সচল রেখেছে৷ অদৃশ্য এই মহামারি ভাইরাস থেকে মানুষকে বাচাতে জননেত্রী শেখ হাসিনা বহুমাত্রীক উদ্যোগ নিয়েছেন৷ পাশাপাশি করোনার মধ্যেও সরকারের গৃহীত অবকাঠামো উন্নয়ন কাজ বাস্তবায়িত হচ্ছে৷ স্বাধীনতার ৫০বছরে বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধির পথে৷সবক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত রেখে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ৷ বৃহস্পতিবার ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন কুকরি মুকরিতে প্রায় ৪৭কোটি টাকা ব্যয়ে স্লুইজগেট ও ইনলেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্হাপন অনুস্ঠানে প্রধান অতিধির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচীব কবির বিন আনোয়ার, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, কুকরি মুকরি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাশেম মহাজন,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহম্মেদ শুভ্র, নব নির্বাচিত পৌর মেয়র মোঃ মোরশেদ৷

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host