দূরারোগে আক্রান্ত ব্যাক্তির পরিবারের পাশে জগ্রত হৃদয় সংগঠন

প্রকাশের তারিখ: মার্চ ২০, ২০২১ | ৬:৩৫ অপরাহ্ণ

এম লোকমান হোসেন, নিজস্ব প্রতিবেদক : ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগন্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দূরারোগে আক্রান্ত ব্যাক্তির পরিবারের পাশে দাড়িঁয়েছেন জগ্রত হৃদয় নামক একটি সংগঠন। সম্প্রতি
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ” টাকার অভাবে দূরারোগে আক্রান্ত মেয়ের চিকিৎসা করতে পারছেনা বাবা ” এমন একটা খবর ছড়িয়ে পড়ে। এতে জগ্রত হৃদয় নামক সংগঠনের সদস্যদের দৃষ্টিতে আসে। তারা নিজ উদ্যোগে, নিজেরা চাদাঁ দিয়ে ওই পরিবারকে নগদ ২০ হাজার টাকা অার্থিক সহায়তা করেন।
আজ শনিবার সকালে মেয়ের বাবাা হাতে ওই টাকা তুলে দেন সংগঠনের কর্ণধর আলী আজগরসহ সংগঠনের সদস্যরা।
জানা গেছে, বৈশ্বিক মহামারী করোনার প্রথম থেকে বিভিন্ন ভাবে অসহায় মানুষের পাশে ছিল ওই সংগঠনটি।
উল্লেখ্য, ঐতিবাহী চেয়ারম্যান বাজার মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি ২০১৬ ব্যাচের কতিপয় শিক্ষার্থীরা মিলে গঠন করেছিল এই মানবিক ও সামাজিক সংগঠন “জাগ্রত হৃদয় সংগঠন”। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময় এই সংগঠনের সদস্যরা নিজেদের অর্থায়নে দেশের দুর্যোগ মুহুর্তে এবং বিভিন্ন উৎসবকালীন সময়ে অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে।
আসুন সবাই সবার সার্মাথ্য অনুযায়ী অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াই।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host