বরিশালে স্বাস্থ্যবিধি মানাতে মাঠে নেমেছে জেলা প্রশাসন

প্রকাশের তারিখ: মার্চ ২৩, ২০২১ | ৪:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: করোনা সংক্রমণের প্রকোপ কমাতে বরিশালে স্বাস্থ্যবিধি মানাতে মাঠে নেমেছে জেলা প্রশাসন। এরই ধারাবাহীকতায় নগরীতে করোনার স্বাস্থ্যবিধি মেনে চলতে দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এতে কয়েকজনকে জরিমানা করা হয়েছে।

করোনাভাইরাসে প্রকোপে ফের বেড়েছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। আজ মঙ্গলবার করোনায় প্রাণ হারিয়েছেন ১৮ জন। আর সাড়ে ৮ মাসের মধ্যে একদিনে সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে। নতুন করে ৩ হাজার ৫৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ অবস্থায় জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে ফের মাঠে নেমেছে প্রশাসন। এদিকে বেলা ১১টা থেকে নগরীর পোর্ট রোড ও নতুন বাজারসহ কয়েকটি স্থানে অভিযান চালায়। এসময় অনেকের মুখে মাস্ক পরিয়ে দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম বলেন, সরকার নির্দেশিত সচেতনতামূলক কার্যক্রমের স্বার্থে যাদের মাস্ক ব্যবহারের ক্ষেত্রে অনীহা এমন লোকদের জরিমানা করা হচ্ছে। এমন অভিযানের মধ্য দিয়ে মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে সচেতন হবেন বলে তারা আশা করছেন।

এদিকে মাস্ক ব্যবহার না করায় জরিমানা দেয়া ব্যক্তিরা বলেন, তারা ভুল করে মাস্ক পড়েননি। এরপর থেকে নিয়মিত মাস্ক ব্যবহার করবেন।

 

‘নো মাস্ক নো সার্ভিসে’ জনগণকে উদ্বুদ্ধ করতে সোমবার সকালে বরিশাল নগরীতে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মাস্ক না পরায় ৫ জনকে জরিমানা করা হয়।একইসঙ্গে জনগণের মাঝে মাস্ক বিতরণ এবং তাদের সংক্রমণ রোধের বিষয়ে সতর্ক করা হয়।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host