বাল্য বিয়ের আয়োজন করায় মেয়ের মাকে জরিমানা

প্রকাশের তারিখ: মার্চ ২৩, ২০২১ | ৯:৩০ অপরাহ্ণ

টাঙ্গাইলের সখীপুরে বাল্য বিয়ের আয়োজন করায় মেয়ের মা শিল্পী আক্তারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা এ জরিমানা করেন। উপজেলার কালমেঘা গ্রামে এ ঘটনা ঘটেছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নবম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর বিয়ের আয়োজন করে তার মা। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে বিয়ের আয়োজন বন্ধ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়ের মা শিল্পী আক্তারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, স্কুল পড়ুয়া এক মেয়েকে বিয়ে দেয়ার চেষ্টা করছিলো তার মা, ঘটনাস্থলে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করে মেয়ের মাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host