গলাচিপায় তিন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

প্রকাশের তারিখ: মার্চ ২৪, ২০২১ | ১১:০৮ অপরাহ্ণ

তারিখঃ ২৪ মার্চ ২০২১

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনজন চেয়ারম্যান প্রার্থী, পাঁচজন সংরক্ষিত নারী সদস্য এবং আটজন সাধারণ সদস্য মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। বুধবার তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন নেন। উপজেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর হোসেন এ মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। জানাগেছে, উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১১ এপ্রিল। এ নির্বাচনে গত বৃহস্পতিবার ১৮ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে বুধবার রতনদী তালতলী ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মামুন অর রশিদ, গোলখালী ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মো. আলমগীর হোসেন, চিকনিকান্দী ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মো. খাইরুল বশার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়া পাঁচজন সংরক্ষিত নারী সদস্য এবং আটজন সাধারণ সদস্য মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। গলাচিপা উপজেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর হোসেন বলেন, তিনজন চেয়ারম্যান প্রার্থী, পাঁচজন সংরক্ষিত নারী সদস্য এবং আটজন সাধারণ সদস্য মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।

০১৭২৪১৪০৩৩৭

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host