নাজিরপুরে জাতীয় পার্টির কর্মীদের উপর হামলা, ৮ মটর সাইকেল ভাংচুর

প্রকাশের তারিখ: মার্চ ২৫, ২০২১ | ১১:৪৯ অপরাহ্ণ

বরিশাল প্রতিনিধি ঃ বরিশাল জেলার মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় পার্টির সমর্থকদের উপর হামলা চালায় আওয়ামী লীগের সনর্থকরা। এই হামলায় সহিংসতায় জাতীয় পার্টির প্রায় ৬/৭ সমর্থক আহত ও ৮ মটর সাইকেল ভাংচুর করা হয়েছ।
স্থানীয় ও আহতসূত্রে জানাযায় বৃহস্পতিবার সন্ধ্যার পর নাজির পুরের সাধুর বাজারে মিছিলকৃত নৌকার সমর্থকরা জাতীয় পার্টির লোকদের উপর হামলা চালায়, হামলায় প্রায় ৮ টি মটর সাইকেল ভাংচুর করে এবং হামলায় রিয়াদ সরদারের মাথা ফাটিয়ে হত্যার হুমকি দেয়। আওয়ামী লীগের নৌকার প্রার্থী বাদল খানের ছেলে শুভ খানের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে আহতরা জানান । এ দিকে নির্বাচনী প্রচারনার প্রথম দিনের হামলা ভাংচুর শুরু করার মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরে। মানুষের মাঝে একটাই কথা প্রচারনা শুরু হতে না হতে হামলা ভাংচুর ভবিষ্যতে না আরও কত কি হয়। সাধারণ ভোটাররা আদোও কি ভোট দিতে পারবে। এ বিষয় নাজির পুর ইউনিয়ন পরিষদের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব হাবিবুল্লাহ এনামুল ভুইয়া বলেন আমার লাঙ্গল মার্কার সমর্করা নৌকার মিছিল দেখে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন তার পরও ওদের উপর হামলা চালিয়ে আমার লোকদের জখম করে এবং ৮ টি মটর সাইকেল ভাংচুর করে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host