হেফাজতে ইসলামের ডাকা হরতালে বরিশালে যান চলাচল স্বাভাবিক

প্রকাশের তারিখ: মার্চ ২৮, ২০২১ | ৫:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: হেফাজতে ইসলামের ডাকা হরতালে কোনো প্রভাব ফেলতে পারেনি বরিশালে। সকাল থেকে কোথাও কোনধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এমনকি কোথাও কোনো মিছিল-মিটিং কিংবা পিকেটিং করতে দেখা যায়নি হেফাজতে ইসলামের কর্মীদের।

এদিকে গভীর রাত থেকেই বরিশাল মহানগরীতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নজরদারী বৃদ্ধি করা হয়েছে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসাগুলোতে।

দেশের দ্বিতীয় বৃহত্তম বরিশাল নদী বন্দর থেকে প্রতিদিনের মতো বিভিন্নস্থানে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। বরিশালের দুটি বাস টার্মিনাল থেকে সারাদেশের দূরপাল্লার ও অভ্যন্তরীন রুটের বাস চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়াও বরিশাল মহানগরীর সব সরকারি-বেরসকারি অফিস, ব্যবসা প্রতিষ্ঠানসহ বাণিজ্যিক ব্যাংকগুলোতে স্বাভাবিক লেনদেন চলছে। সবদিক মিলিয়ে জনজীবন রয়েছে স্বাভাবিক।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host