কাঠালিয়ায় নির্বাচনী সহিংসতায় সতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা

প্রকাশের তারিখ: মার্চ ২৯, ২০২১ | ৭:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠী কাঠালিয়ার চেচরি গ্রামে সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় সতন্ত্র প্রার্থীর দুই কর্মি আহত হয়েছে।গত রবিবার দুই দফায় এই হামলার ঘটনা ঘটে।পরে স্থানীয়রা আহত জামাল (৩০) কে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে শেবাচিমে ভর্তি করে।আহত সূত্রে জানাগেছে রবিবার সন্ধায় বানাই বাজারে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনারস মার্কার জাকির হোসেন ফরাজির কর্মি মামুন বানাই বাজারে পোস্টার লাগাতে গেলে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী হারুন অর রসিদ জোমাদ্দার এর সমর্থকরা মামুন কে মারধর করে পোস্টার ছিরে।এক পর্যায়ে মামুন কে যেন হাসপাতালে ভর্তি না করা হয় সেযন্য সতন্ত্র প্রার্থীর বাড়ি সন্ত্রাসী দিয়ে ঘিরে রাখা হয়।পরে কাঠালিয়া থানা পুলিশ রাত আনুমানিক ১২ টার দিকে তাদের উদ্ধার করে হাসপাতালে যাবার জন্য নিরাপদ স্থানে রেখে গেলে প্রতিপক্ষর সন্ত্রাসী বাহিনী তাদের উপর পরিকল্পিত ভাবে হামলা চালায়। এ সময় বাচ্চু, সুজন,সাদ্দাম,রিপন,খোকন,জসিম,রিপন২,সহ ১০ থেকে ১৫ জন ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।এ সময় জামাল কে দিয়ে কুপিয়ে গুরত্বর যখম করে।পরে স্থানীয়রা আহত জামাল কে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরন করে।আহত জামাল কাঠালিয়া চেচরি গ্রামের তৈয়ব আলীর ছেলে। এ বিষয়ে মামলার প্রস্ততুতি চলছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host