পটুয়াখালী- আমতলী মহা সড়কে দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত, ৫ গবাদি পশুর মৃত্যু।

প্রকাশের তারিখ: মার্চ ৩১, ২০২১ | ৭:৫০ অপরাহ্ণ

হারুন অর রশিদ, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলার আমড়াগাছিয়া ছালেহিয়া কমপ্লেক্সের সামনে পটুয়াখালী- আমতলী মহাসড়কে শ্রাবনী পরিবহণের চাপায় পিষ্ট হয়ে গরু ব্যবসায়ী মজিবর তালুকদার (৫০) নিহত এবং আলী হোসেন ও টমটম চালক আল আমিন গুরুতর আহত হয়েছে। সেই সাথে টমটমে থাকা পাঁচটি গবাদী পশু মারা গেছে। ঘটনাস্থল থেকে পুলিশ ঘাতক বাসটি জব্দ ও হেল্পার রুবেলকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে। জানাগেছে, পটুয়াখালীর মরিচবুনিয়া গ্রামের আলী হোসেন ও হেতালিয়া বাঁধের মজিবর রহমান তালুকদার গরুর ব্যবসা করেন। বুধবার আমতলী বাজার থেকে তিনটি গরু ও দুইটি ছাগল ক্রয় করে একটি টমটমে পটুয়াখালী নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে পটুয়াখালী-আমতলী মহাসড়কের আমড়াগাছিয়া খানকায়ে ছালেহিয়ার সামনে পটুয়াখালী থেকে আসা শ্রাবনী পরিবহন (বরগুনা- ব-১১-০০১৩) টমটমটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টমটমটি দুমড়ে মুড়চে ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী মজিবর নিহত এবং টমটম চালক আল আমিন (৩০) ও আরেক ব্যবসায়ী আলী হোসেন (৪৫) আহত হয়। একই সাথে ওই টমটমে থাকা তিনটি গরু ও দুইটি ছাগল মারা যায়। দুর্ঘটনার খবর পেয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম হাওলাদার ঘটনাস্থলে গিয়ে নিহত মজিবর তালুকদারের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আহত আল আমিন ও আলী হোসেনকে আমতলী দমকল বাহিনী ও স্থানীয়রা উদ্ধার করে …

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host