গলাচিপায় আলোচিত হত্যা মামলার ১০ জনের যাবজ্জীবন কারাদন্ড

প্রকাশের তারিখ: মার্চ ৩১, ২০২১ | ৭:৫১ অপরাহ্ণ

তারিখঃ ৩১ মার্চ ২০২১

সঞ্জিব দাস, গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপার আলোচিত আব্দুর রব সিকদার হত্যা মামলায় দশ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত। বুধবার (৩১ মার্চ) দুপুর ১২টায় আদালতে অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল করিম এ রায় প্রদান করেন। এছাড়া প্রত্যেককে দশ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্তরা হলেন মো. ইদ্রিস মীর, মো. শাহজাহান মীর, মো. সিদ্দীক মীর, মো. জালাল মীর, মো. বেলাল মীর, মো. নুরুল ইসলাম মীর, মো. ওয়াজেদ মীর, মো. আতহার মীর, মো. হাবীব মীর, মো. বাবুল মীর। মামলাসূত্রে জানা গেছে ২০০৯ সালের ১৪ই মে গলাচিপা মুরাদনগরে চাষাবাদযোগ্য জমির মধ্যে রাস্তা নির্মনকে কেন্দ্র করে আব্দুর রব সিকদারকে হত্যা করে আসামীরা। এ ঘটনায় আব্দুর রব সিকদারের স্ত্রী সালেহা বেগম বাদী হয়ে গলাচিপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে দীর্ঘ শুনানী শেষে ১৬ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন। রায় প্রকাশের পর আদালত প্রাঙ্গণে আসামীদের স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন।
০১৭২৪১৪০৩৩৭

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host