গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধুর আত্মহত্যা ও সন্দেহে দুইজন আটক।

প্রকাশের তারিখ: মার্চ ৩১, ২০২১ | ৭:৫৩ অপরাহ্ণ

তারিখঃ ৩১ মার্চ ২০২১

সঞ্জিব দাস, গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রী খাদিজা বেগম (৩৫) গ্যাস ট্যাবলেট খেয়ে মারা যাবার খবর পাওয়া গেছে। গলাচিপা থানা পুলিশ খেয়াঘাট থেকে লাশ উদ্ধার এবং প্রাথমিক জিজ্ঞাসা বাদের জন্য স্বামী স্বপন চৌকিদার ও দেবর জাকির চৌকিদারকে আটক করে গলাচিপা থানায় নিয়ে আসে। ঘটনাটি ঘটেছে রাঙ্গাবালীর দক্ষিন কাজির হাওলা গ্রামে বুধবার সকাল ১১টায়। খাদিজা বেগম সূর্যমনি গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে। খাদিজার শান্তা (১৩) ও ফাহিম (১১) নামের দুইটি সন্তান রয়েছে। গলাচিপা থানা পুলিশ সূত্রে জানা গেছে, সুদে টাকা লাগানোকে কেন্দ্র করে স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক ঝগড়ার এক পর্যায় স্ত্রী খাদিজা বেগম বুধবার সকাল ১১টায় গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। খাদিজার অবস্থা খারাপ দেখে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। পথ্যিমধ্যে গলাচিপা খেয়াঘাট নামক স্থানে খাদিজা মারা যায়। লোক মারফত গলাচিপা থানা পুলিশ খবর পেয়ে লাশসহ দুই জনকে আটক করে। এ ব্যাপারে গলাচিপা থানার সেকেন্ড অফিসার মো: মামুন জানান, সন্দেহ জনক দুইজনকে আটক করা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এবং মামলার প্রস্তুতি চলছে।
০১৭২৪১৪০৩৩৭

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host