নৌকার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন নাসির উদ্দিন হাওলাদার

প্রকাশের তারিখ: মার্চ ৩১, ২০২১ | ১০:২৯ অপরাহ্ণ

তারিখঃ ৩১ মার্চ ২০২১

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় নৌকার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মো. নাসির উদ্দিন হাওলাদার। প্রতীক বরাদ্দের পর পুরোদমে প্রচারণায় ব্যস্ত সময় কাটছে উপজেলার গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। প্রতিদিন ২-৩টি করে ওয়ার্ডের তালিকা করে ব্যাপক গণসংযোগ করছেন নৌকার প্রার্থী মো. নাসির উদ্দিন হাওলাদার। শুধু প্রার্থী নন, প্রচারণায় নেমেছেন দলের অঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা। ইতিমধ্যে মো. নাসির উদ্দিন হাওলাদারের প্রধান নির্বাচনী কার্যালয়ও উদ্বোধন হয়ে গেছে। তার পোস্টার-ব্যানার, দৃষ্টিনন্দন প্রতীকও দেখা যাচ্ছে অলিগলিতে। জোর প্রচারণা চলছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও। আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. নাসির উদ্দিন হাওলাদার ওয়ার্ড ভিত্তিক কর্মসূচির প্রথম দিনে নলুয়াবাগী, গোলখালী, হরিদেবপুর, কালিরচর, জোলেখার বাজার, বউ বাজার, কালু খা এলাকায় গণসংযোগ করেছেন। বুধবার (৩১ মার্চ) তিনি হরিদেবপুর খেয়াঘাটে গণসংযোগ করছেন। নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হালিম হাওলাদার বলেন, প্রতিদিন ২ থেকে ৩টি ওয়ার্ডে গণসংযোগ করছি আমরা। গত মঙ্গলবার (৩০ মার্চ) তিনটি ওয়ার্ডে হেঁটেই গণসংযোগ করেছি। প্রগতিশীল পেশাজীবী সংগঠনগুলোও নৌকার পক্ষে ব্যাপক কাজ করছে। ভোটারদের উদ্দেশে আমি বলছি-সম্মিলিত প্রচেষ্টায় পরিকল্পিত ও ডিজিটাল ইউনিয়ন গড়ে তুলতে নৌকায় ভোট দিন। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার বলেন, প্রথম থেকেই ভোটারদের কাছে গনসংযোগে গিয়ে ব্যাপক সাড়া পাচ্ছি। বর্তমানে করোনা ভাইরাসের প্রকোপ আবার বেড়ে যাওয়ায় আমরা স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রাখার প্রতি গুরুত্ব দিচ্ছি। দেশ এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমার ইউনিয়নকে এগিয়ে নিতে ভোটাররা এক হয়েছে। তারা গোলখালী ইউনিয়নকে রোল মডেল হিসেবে গড়ে তুলতে নৌকায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।

০১৭২৪১৪০৩৩৭

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host