“নিষ্ঠুর এপ্রিল ফুল” —–মাসুম বিল্লাহ্

প্রকাশের তারিখ: এপ্রিল ১, ২০২১ | ৭:১২ পূর্বাহ্ণ

“নিষ্ঠুর এপ্রিল ফুল”

—-মাসুম বিল্লাহ্

নিজের ভাইয়ের মৃত্যু নিয়ে কে করেছো উপহাস,
কার কার মনে জাগেরে ভাই মহাসুখের উল্লাস?
কে ফেলেছো ভাইয়ের মৃত্য দিনে অন্যজনকে ধোঁকায়,
এই কাজটি তো করে যে ভাই মূর্খ ও বোকায়৷
আজ থেকে পাঁচশত বছর আগে,
স্পেন ছিল মুসলিমদের ভূ-ভাগে
শিক্ষা সংস্কৃতি সভ্যতার উন্নতির শিখরে,
স্পেনের মুসলিম শাসন এখনো জ্বলজ্বল করে৷
চক্রান্ত করে রানী ইসাবেলা দখল করে স্পেন,
মুসলিমরা যদি মসজিদে থাকে হত্যা করবেন না তিনি, এই নিশ্চয়তা দেন৷
কিন্তু কি নিষ্ঠুর ওরা কথা রাখেনি ধোঁকা দিয়েছিল,
মসজিদে আগুন লাগিয়ে মুসলিমদের হত্যা করেছিল!
হাজার হাজার মুসলিম নারী, পুরুষ, শিশুর আত্ম চিৎকার,
স্মৃতি এখনো বেদনা জাগায়, ধোঁকাবাজদের জানাই ধিক্কার!!
তোমরা কিনা সেই দিনে পালন করো এপ্রিল ফুল!
জেগে উঠো মুসলিম আর কত কাল করবে তুমি ভুল৷

01/04/2020

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host