ঝিনাইদহ সীমান্তে বিজিবি’র পৃথক অভিযান; ফেন্সিডিল ও ইয়াবা আটক

প্রকাশের তারিখ: এপ্রিল ৭, ২০২১ | ৪:১৯ অপরাহ্ণ

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার ।। ঝিনাইদহ সীমান্তে মাদকবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় ফেন্সিডিল ও ইয়াবা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। মঙ্গলবার (৬ই এপ্রিল) দিন ও রাতের বিভিন্ন সময় এসব মাদকদ্রব্য আটক করা হয়। বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্ত মাটিলা বিওপি’র টহল দল নায়েব সুবেদার মোঃ সোহরাব হোসেনের নেতৃত্বে সীমান্ত পিলার ৫১/২-এস হতে আনুমানিক দেড় কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার সময় ঝিনাইদহের মহেশপুর উপজেলার জুলুলী বাজার বাসস্ট্যাণ্ড এলাকার পাকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে ২৫ বোতল ফেন্সিডিলসহ মোঃ শিহাব মণ্ডল (১৮) নামের এক আসামিকে আটক করা হয়। আটককৃত আসামি উপজেলার মাটিলা গ্রামের মোঃ শরিফুল ইসলাম মণ্ডলের ছেলে। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃত আসামিকে মহেশপুর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মঙ্গলবার রাত ৯টার সময় একই ব্যাটালিয়নের অধীনস্ত শ্যামকুড় বিওপি’র টহল দল নায়েব সুবেদার মোঃ সিরাজুল ইসলামের নেতৃত্বে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের নলবিলপাড়ার মাঠের মধ্য হতে মালিকবিহীন অবস্থায় ১২০ পিস ইয়াবা ট্যাবলেট আটক করে। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর পরিচালক লে. কর্ণেল কামরুল আহসানের পক্ষে বুধবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপরিউক্ত বিষয়গুলো নিশ্চিত করেছেন সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host