কলাপাড়ায় চাঁদা না দেয়ার এক মাছ ব্যাবসায়ী কে পিটিয়ে ডান হাত ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা

প্রকাশের তারিখ: এপ্রিল ১০, ২০২১ | ৯:৪৯ পূর্বাহ্ণ

কলাপাড়া প্রতিনিধি \ পটুয়াখালীর কলাপাড়ায় চাঁদা না দেয়ার কারনে এক মাছ ব্যাবসায়ীকে পিটিয়ে ডান হাত ভেঙ্গে ও বেধরক পিটিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত মোঃ আলাউদ্দিন (৩০) কে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে ভর্তী করেন। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের উমেদপুর গ্রামের মোঃ জলিল হাওলাদারের পুত্র মোঃ আলাউদ্দিন বাগদা ও গলদা মাছের ব্যাবসা করেন, তার এই ব্যাবসা স্থানীয় মোঃ নাজমুল (২১),সাকিল (৩০) ইউসুফ পাহলান (৫৫) ও কামাল হোসেন (৩৫) অন্য চোখে দেখেন এবং বিভিন্ন সময় আলাউদ্দিন এর কাছে ব্যাবসা করতে হলে তাদের কে চাঁদা দিতে হবে। সন্ত্রাসীদের অযৌক্তিক দাবিতে রাজি না হলে ৯ এপ্রিল বিকাল ৪ টার দিকে উমেদপুর ওয়াবদা রাস্তায় মোটর সাইকেল এর গতিরোধ করে আলাউদ্দিন কে বেধড়ক পিটিয়ে ডান হাত ভেঙ্গে দেয় ও শরিরের বিভিন্ন স্থানে ফুলাজখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে। এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে বলে আহত আলাউদ্দিনের স্বজনরা জানান।
অভিযুক্ত নাজমুল জানান, বিষয়টি জমিসংক্রান্ত বিরোধ রয়েছে উল্টো আমাদের মারধর করছে। অভিযোগটি সঠিক নয়।
এ বিষয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host