মেহেন্দিগঞ্জে আ.লীগ ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ২

প্রকাশের তারিখ: এপ্রিল ১১, ২০২১ | ৪:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে আধিপত্য বিস্তারের জের ধরে সংঘর্ষে উভয় পক্ষের দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। এ ঘটনায় ১০-১২টি ঘর ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (১১ এপ্রিল) ভোররাত ৪টার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়ার সুলতানী গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বিষয়টির সত‌্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রুমা বেগমের সমর্থক সাইফুল সর্দার (৩০) এবং অপরজন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মিলন চৌধুরীর সমর্থক সাঈদ চৌধুরী (৩৫)। হামলাকারীরা উলানিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।

দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন জানান, আনুমানিক রাত ৪ টার দিকে কয়েকশ’ লোক একত্রিত হয়ে দেশীয় অস্ত্র সহকারে ওই গ্রামে হামলা চালায়। এসময় হামলাকারীরা ওই এলাকার দোকান ও ঘরবাড়ি ভাঙচুর করে। ওই এলাকার বাসিন্দারা প্রতিরোধ করতে গেলে তুমুল সংঘর্ষ হয়। এ সময় হামলাকারীদের আঘাতে সাইফুল সর্দার নিহত হন। এতে কমপক্ষে ১০-১২ জন আহত হন। গুরুতর আহত সাঈদ চৌধুরীকে আজ বেলা ১১টায় বরিশাল শের-ই বাংলা মেডিক‌্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সুপার মারুফ হোসেন জানান, ঘটনার পুনরাবৃত্তি রোধে এলাকায় পুলিশ মোতায়েন হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host