চরফ্যাসনে জমি বিরোধের জের ধরে ২ জনকে কুপিয়ে জখম

প্রকাশের তারিখ: এপ্রিল ১৩, ২০২১ | ৭:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : চরফ্যাসনের দক্ষিণ আইচা থানার বাবুর হাট এলাকায় জমির দখল নিয়ে বিরোধে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ২ ভাই ইয়াদুল নবী(২৩) ও মাহমুদুল হাসান (২০) গুরুত্বর আহত হয়েছেন। আহতদের মধ্যে ইয়াদুল নবীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে এবং মাহমুদুল হাসান চরফ্যাসন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। সোৃবার সকাল ৮ টায় বাবুর হাট হাই স্কুল সংলগ্ন বিরোধীয় জমিতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইয়াদুল নবীর বড় ভাই জাহিদুল বাদী হয়ে দক্ষিণ আইচা থানায় ৩ জনকে আসামী করে এজাহার দাখিল করেছেন বলে দক্ষিণ আইচা থানার ওসি মেঃ হারুন ওর রশিদ নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানান, বাবুরহাট বাজার সংলগ্ন উত্তর চর কলমী মৌজার ৮ শতাংশ জমির ওয়ারিশ সূত্রে মালিক জাহিদুল গংরা। সোমবার সোমবার সকালে এই জমিতে মাটি ভরাটের কাজ শুরু করলে প্রতিবপশী আইনজীবী সহকারী জুলফিকার তার স্ত্রী নাজমা বেগম এবং নিকটাত্মীয় ইমরান ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। হামলাকারীরা কুপিয়ে ইয়াদুল নবী বা পায়ের গোড়ালীর রগ সহ এবং অপর ভাই মাহমুদুল হাসান এর ডান হাতের আঙ্গুল কেটে ফেলে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতাল পাঠান।
দক্ষিণ আইচা থানার ওসি মোঃ হারুন ওর রশিদ জানান, এঘটনায় এজাহার পাওয়া গেছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host