ভোলায় করোনায় বৃদ্ধার মৃত্যু, নতুন শনাক্ত ৪১

প্রকাশের তারিখ: এপ্রিল ১৪, ২০২১ | ৮:০৫ অপরাহ্ণ

ভোলা প্রতিনিধি :: ভোলায় করোনায় আক্রান্ত হয়ে লালমোহন উপজেলার রওশোনারা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ভোলা সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে।

বুধবার সকালে ভোলার সিভিল সার্জন ডা. সৈয়দ রেজাউল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ভোলায় ১১৪ জনের নমুনা পরীক্ষা করে নতুন আরো ৪১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ৩১ জন ভোলা সদর, ১ জন দৌলতখান, ৫ জন বোরহানউদ্দিন ও ৪ জন চরফ্যাশন উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৫৭ জনে দাঁড়িয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ১ হাজার ৪১৬ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৩৩ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় আক্রান্ত ৯৪৫ জনের মধ্যে সুস্থ ৬৩২ জন। দৌলতখানে আক্রান্ত ৬৯ জনের মধ্যে সুস্থ ৫৭ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ১৫৭ জনের মধ্যে সুস্থ ১১৫ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৫৭ জনের মধ্যে সুস্থ ৪৯ জন, লালমোহনে আক্রান্ত ১১৪ জনের মধ্যে সুস্থ ৮১ জন, চরফ্যাশনে আক্রান্ত ৮২ জনের মধ্যে সুস্থ ৬৭ জন এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ৩৩ জনের মধ্যে সুস্থ ৩২ জন।

আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্বাবধানে আইসোলেশনে রয়েছেন।

এদিকে করোনা আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল পর্যন্ত আরো ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। সব মিলিয়ে বর্তমানে হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ডে রয়েছে ৩৩ জন।

এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, দৌলতখান, লালমোহন ও চরফ্যাশনে ১৭ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি করোনা আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরো অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host