পূর্বশত্রুতা ও জমিজমার বিরোধে কমলাপুরে গরুঘরে আগুন ব্যপক ক্ষতি সাধন

প্রকাশের তারিখ: এপ্রিল ১৭, ২০২১ | ১১:৩৪ পূর্বাহ্ণ

পটুয়াখালী প্রতিনিধি ঃ পটুয়াখালী জেলার সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের বাহেরমৌজ এলাকার মন্নান মাতুব্বর এর গোয়াল ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ করেন একই এলাকার খোকন ফকিরের ছেলে কামাল ফকির ও তার বাহিনীর বিরুদ্ধে।
ভুক্তভোগী সূত্রে জানা যায় গত ১০ এপ্রিল গভীর রাতে মন্নান মাতুব্বর ,পিতা – মোঃ কাসেম মাতুব্বর বাহের মৌজ, কমলাপুর পটুয়াখালী এর গরুঘরে আগুন দিয়ে প্রায় ১ লক্ষ টাকার বেশী ক্ষতি সাধন করে করে একই এলাকার জমি দখল বাজ মোঃ কামাল ফকির (২৫) পিতা – মোঃ খোকন ফকির,মোঃ ইমরান ফকির (২২) পিতা – মোঃ ফকু ফকির, মোঃ মঞ্জু ফকির, মোঃ রিদান ফকির(২৪), উভয় পিতা – মকবুল ফকির, মোঃ জামাল মৃধা পিতা- মোঃ ছাত্তার মৃধা, মোঃ মকবুল (৬৫) পিতা- মৃত ময়ুর আলী ফকির, খোকন ফকির(৫০), মোঃ সালাম ফকির(৩৫), মোঃ ফকু ফকির (৪০), মোঃ রুহুল ফকির(৩৮) সর্ব পিতা – মৃত হারুন ফকিরসহ আরও ৪/৫ জন গভীর রাতে আগুন লাগিয়ে দেন। এতে মন্নান মাতুব্বর এর ১ লক্ষ টাকার বেশী ক্ষতি হয়। এ প্রতিবেদককে মন্নানের মেয়ে লাকী বলেন গভীর রাতে ঘুম ভেঙ্গে গেলে হঠাৎ আগুন দেখতে পেয়ে আমি বাহিরে বের হয়ে দেখি আমদের গরু ঘরে আগুন জ্বলছে। এ সময় কামাল ও তার সহযোগীদের দৌড়ে পালাতে দেখি। এ সময় লাকীর আর্তচিৎকারে ঘরের আসে পাশের লোকজন এসে আগুন লাগা গরুঘর থেকে গরু বের করে আনেন ও আগুন নিভানোর চেষ্টা করেন। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host