বাউফলে মধ্যযুগীয় কায়দায় এক নারীকে নির্যাতন, গ্রেফতার ৯ জন

প্রকাশের তারিখ: এপ্রিল ১৭, ২০২১ | ৯:১৭ অপরাহ্ণ

ইব্রাহিম সবুজ:
পটুয়াখালীর বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক নারীকে নির্যাতন ও পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় অভিযুক্ত ৯ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

গেলরাতে বাউফল উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ জানান, গত ১৫ এপ্রিল সকালে চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরমিয়াজান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে আকলিমা আক্তার নামে এক মহিলাকে অমানবিকভাবে মারধর করা হয়। এ ঘটনার পরদিন সেই ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এরই ধারাবাহিকতায় ১৫ এপ্রিল বাউফল থানায় আব্দুল সালাম হাওলাদার বাদী হয়ে একটি মামলা করেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host