বানারীপাড়ায় বিধবা নারীর তিন সন্তানসহ হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ

প্রকাশের তারিখ: এপ্রিল ১৯, ২০২১ | ৯:৫৯ অপরাহ্ণ

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি :: বরিশালের বানারীপাড়ায় শান্তির ধর্ম ইসলামের প্রতি অনুরক্ত হয়ে এক বিধবা নারী তিন সন্তানসহ হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেছেন। এর আগে তার অপর সন্তানও ইসলাম ধর্ম গ্রহণ করেন।

উপজেলার সদর ইউনিয়নের আলতা গ্রামের আবাসনে বসবাসরত প্রয়াত সতিশ চন্দ্র বৈদ্য’র স্ত্রী গিতা রানী বৈদ্য (৪০) তার তিন সন্তান নিয়ে সম্প্রতি বরিশালে নোটারী পাবলিকের মাধ্যমে হলফনামায় নিজের নাম গিতা রানীর পরিবর্তে মুন্নি বেগম,মেয়ে সাথী বৈদ্য’র নাম পরিবর্তন করে সাথী আক্তার,ছেলে সৌরভ বৈদ্য’র নাম শুভ হাওলাদার ও সবুজ বৈদ্য’র নাম আরিফ আহমেদ রেখে ইসলামকে ভালোবেসে ধর্মান্তারিত হন।

এ প্রসঙ্গে ধর্মান্তরিত মুন্নী বেগম বলেন, আমি স্ব-ইচ্ছায় ইসলাম ধর্মকে ভালোবেসে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে কলেমা পড়ে ইসলাম ধর্মকে গ্রহন করেছি। তাছাড়া কয়েক বছর পুর্বে আমার বড় ছেলে ইসলাম ধর্ম গ্রহন করে। আমার পরিবারের পাঁচজনই এখন আমরা মুসলমান।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host