মির্জাগঞ্জে দুর্ধর্ষ ডাকাতিকালে দলের নেতা জনগনের হাতে বন্দি

প্রকাশের তারিখ: এপ্রিল ২২, ২০২১ | ৭:০০ অপরাহ্ণ

,

মোঃগোলাম সরোয়ার মনজু

মির্জাগঞ্জ উপজেলার ৬নং মজিদবাড়ীয়া ইউনিয়নে হাওলাদার বাড়ির, মোঃবাবুল( s.i)কর্মরত বরিশাল সদর,পিতা মৃত্যু -আঃজলিল হাওলাদারের বাসায় রাত ১২ঃ৪৫ মিনিট এর সময় জানালার রড কেটে পাঁচ জন বাসার ভিতরে ডুকে বাসার সবাইকে (মোট চারজন)দেশীও অস্র দেখিয়ে বেধে রাখে ডাকাত দল।এদের মধ্যে তিনজন মহিলা ও এক পুরুষ।তাদের শরীর থেকে স্বর্ণ অলংকার ছিনিয়ে নেয় ডাকাতরা প্রায় পাঁচ ভরি স্বর্ন,দুইলহ্ম পঞ্চাশ হাজার টাকা লুট করে।কোন রকম চেষ্টায় এস আই বাবুল হাং মেয়ে ডাকাতের হাত থেকে পালিয়ে পাশের বাড়ীর সবাইকে খবর দেয় এবং তা ডাকাত দল টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু এক জন তাদের দল ছুট হয়ে রাস্তার পাশে আশ্রয় নেয় তা পাশের বাড়ীতে থাকা বাবুল হাওলাদারের সাহসী বোন দেখে তাকে চেপে ধরে এবং চিৎকার করে লোকজন একত্রিত করে । পরে বাসায় নিয়ে বেধে ফেলে।আটক কৃত ব্যক্তির নাম তুহিন আলম খান (২৪) পিতা আব্দুল্লাহ আল মামুন গ্রাম দেউলী।পরে পুলিশকে জানানোর পরে তাকে গ্রেফতার করে এবং সকালে আরো একজনকে গ্রেফতার করে আইনের আওতায় নেওয়া হয়।তার নাম কামাল খান(৩৭),পিতা ইউছুফ খান (দঃ মজিদবাড়ীয়া)।এছাড়া অজ্ঞাত আছে আরো সাত জন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host