বাকেরগঞ্জে ডাইরীয়ার রুগীদের জন্য বিশিষ্ট্য শিল্পপতি অমল চন্দ্র দাসের ১ হাজার ৮ ব্যাগ সেলাইন প্রদান

প্রকাশের তারিখ: এপ্রিল ২২, ২০২১ | ৯:০৫ অপরাহ্ণ

ইব্রাহিম সবুজ:
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার সর্বত্র ডাইরীয়া মহামারি আকারে ছড়িয়ে পড়লে গরীব ও অসোহায় রুগীদের জন্য বিশিষ্ট্য শিল্পপতি, সুমতিবালা ট্রেডর্স,সুমতিবাল মাধ্যমিক বিদ্যালয়ের ও সুমতিবালা এন্টার প্রাইজের প্রতিষ্ঠাতা সভাপতি অমল চন্দ্র দাস ও তার সহ ধর্মীনি বিথীকা রানী দাস তারা ১ হাজার ৮ ব্যাগ সেলাইন ডাইরীয়া রুগীদের জন্য প্রদান করেন। এসময় উপজেলা নিবার্হী কর্মকর্তা মাধবী রায়,উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান,হাসপাতালের ডাক্তার বৃন্দ,অমল চন্দ্র দাস সিবু,সৈয়দ মোজ্জাম্মেল হোসেন,সুমতিবাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রাবনী সমাদ্দার সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য হাসপাতালে এ পর্যন্ত ৫৯৪ জন রোগি ভর্তি হয়েছিলো এবং উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় লবনাক্ত পানির এবং গরমের কারনে ব্যাপক হারে ডাইরীয়া ছরিয়ে পরেছে। বর্তমানে বাকেরগঞ্জ হাসপাতালে ৬১ জন রুগী ভর্তি রয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host