অবশেষে মেজর সাহিদুর রহমানকে বদলী ! 

প্রকাশের তারিখ: এপ্রিল ২৪, ২০২১ | ৫:১০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাহিদুর রহমান মজুমদারকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে। এ খবর কলেজে আসার পর অধিকাংশ শিক্ষক ,কর্মকর্তা ও কর্মচারীরা আনন্দে আত্মহারা হয়ে ওঠেন।

২২ এপ্রিল’২১ তারিখ জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রেষন-১ অধিশাখা হতে উপ সচিব মোহাম্মদ আবুল কালাম স্বাক্ষরিত ২৯০ নম্বর স্মরকের এক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় সাহিদুর রহমান মজুমদারকে বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ থেকে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে সাহিদুর রহমান মজুসদারকে প্রেষন পদ থেকে প্রত্যাহার পুর্বক বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের নিমিত্ত তার চাকুরী সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যাবর্তন করা হল। জন স্বার্থে এ আদেশ অবিলম্ভে কার্য্যকর হবে।

সাহিদুর রহমান মজুমদার ২০১৮ সালের ২৬ নভেম্বর এক প্রজ্ঞাপনের আদেশের মাধ্যমে বরিশাল মডেল স্কুল এন্ড কলেজে প্রেষনে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।

সাহিদুর রহমান মজুমদার বরিশাল মডেল স্কুল এন্ড কলেজে যোগদান করার পরেই আর্থিক অনিয়ম অর্থ আত্মসাৎ অর্থ তসরুসসহ বিভিন্ন বিতর্কিত কর্মকান্ডে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে প্রতিষ্ঠানটির শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীরা, অভিভাবক,-শিক্ষার্থী , সুশীলসমাজ সহ সর্বস্তরের লোকজন ক্ষুব্ধ ছিলো। অধ্যক্ষ সাহিদুর রহমান মজুমদারের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন বিতর্কিত কর্মকান্ডের জন্য মাউশি, বাংলাদেশ সেনাবাহিনী, ডিজি এফ আই,শিক্ষা মন্ত্রনালয় ও জনপ্রশাসন মন্ত্রনালয় বিভিন্ন সময় তদন্ত করে। মন্ত্রনালয়ের তদন্তে তার অনিয়ম প্রমানিত হয়। ফলে তাকে জনপ্রশাসন মন্ত্রনালয় অবশেষে প্রত্যাহার করে নেয় বলে একটি সুত্র জানায়।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host