ঘোপখালীর হত দরিদ্র হারুন খানের বসতবাড়ি ভেঙ্গে গুড়িয়ে দিলেন এলাকার আজগর ও শামিম বাহিনী

প্রকাশের তারিখ: এপ্রিল ২৬, ২০২১ | ৬:০৫ অপরাহ্ণ

পটুয়াখালীর সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ঘোপখালীর হত দরিদ্র হারুন খানের বসতবাড়ি ভেঙ্গে গুড়িয়ে দিলেন এলাকার আজগর ও শামিম বাহিনী ।
ভ’ক্তভুগী ও এলাকা সূত্রে জানাযায় ২৬ এপ্রিল সোমবার সকালে জমিজমা ও পূর্ব শত্রæতার জেরধরে পটুয়াখালীর সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ঘোপখালীর হত দরিদ্র হারুন খা পিতা- নবী নেওয়াজ খা প্রায় ২ বৎসর পূর্বে কবলাকৃত জমিতে ঘর তুলে বসবাস করে আসছিলেন এবং জমি নিয়ে একটি সালিস বৈঠক হওয়ার কথাও ছিল। কিন্ত এলাকার আজগর আলী হাওলাদার পিতা- মৃত গনি হাওলাদর, আলী আহম্মেদ হাওলাদার পিতা- গনি হাওলাদার,শামিম হাওলাদর পিতা-আজগর আলী হাওলাদর, সোহাগ হাওলাদার পিতা- আজগর আলী হাওলাদার, মোস্তফা হাওলাদার পিতা-মৃত হযরত আলী হাওলাদার, নান্নু হাওলাদার পিতা- মোস্তফা হাওলাদার ও ফারুক হাওলাদার পিতা- নুর ইসলাম বাসেদ হাওরাদারসহ আরও ৮/১০ জনের বাহিনী বসতবাড়ি ভেঙ্গে গুড়িয়ে দেন। এ সময় আজগর ও শামিম বাহিনী হারুন খানের বাড়ী ঘর ভাংচুর করে ঘরটি উপুর করে ফলে দেন ঘরটি সম্পূর্ন ভেঙ্গে ফেলেন। এ ছাড়াও বাড়ীর সকল গাছপালা কেটে ব্যাপক ক্ষতি সাধন করেন। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host