কর্মহীন বাস শ্রমিকদের মাঝে গ্রামীন জন উন্নয়ন সংস্থার ত্রান বিতরন শুরু

প্রকাশের তারিখ: এপ্রিল ২৬, ২০২১ | ১১:৫৭ অপরাহ্ণ

ইয়াছিনুল ঈমন, ভোলা প্রতিনিধি।

করোনা লকডাউনে কর্মহীন হয়ে পড়া বাস শ্রমিকদের মাঝে ত্রান বিতরন কার্যক্রম শুরু করেছে গ্রামীন জন উন্নয়ন সংস্থা।
সোমবার দুপুরে একশত বাস শ্রমিকদের মাঝে ত্রান বিতরন কাজের উদ্ধোধনকরেন গ্রামীন জন উন্নযন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক (মাইক্রোফিন্যান্স) মোঃ জাকির হোসেন ও উপ-পরিচালক জাহিদুর রহমান।
ত্রানের মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১কেজি ডাল, ১ কেজি লবন ও ১টি করে সাবান।
গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জানান সংস্থার নিজস্ব তহবিল থেকে এখন তারা ত্রান বিতরন শুরু করেছেন এ কার্যক্রম চলমান থাকবে। সংস্থা যেকোন দুর্যোগ মোকাবেলায় অসহায় মানুষের পাশে আছে এবং থাকবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host