পটুয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ যুবক গ্রেফতার

প্রকাশের তারিখ: এপ্রিল ২৭, ২০২১ | ৮:৩৩ অপরাহ্ণ

বাউফল প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে দেশীয় পাইপগান ও ইয়াবাসহ ফোরকান হাওলাদার (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বগা বাজার ব্রীজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ফোরকান উপজেলার বগা ইউনিয়নের বানাজোড়া গ্রামের বাসিন্দা কাজল হাওলাদারের ছেলে।

থানা সূত্রে জানা যায়, ফোরকান আজ দুপুর সাড়ে ১২টার সময় বগা ব্রীজ এলাকায় মানুষের কাছে চাঁদা দাবী করে। চাঁদা না দিলে গুলি করবে বলে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায়। স্থানীয়রা ফোরকানের এহেন আচরণ দেখে বগা ফাড়ির পুলিশকে খবর দিলে পুলিশ এসে ফোরকানকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তার কাছে ৭ পিস ইয়াবা পাওয়া যায় এবং পরে তাকে বগা পুলিশ ফাড়িতে নিয়ে আসা হয়। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী দুপুর ১টায় বগা ইউপির বানাজোড়া গ্রামের তার নিজ বাড়ি থেকে বগা তদন্ত কেন্দ্রের এস আই সালামের নেতৃত্বে ১টি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়। বগা পুলিশ ফাড়ি থেকে বিকালে বাউফল থানায় ফোরকানকে হস্তান্তর করা হয়।

গ্রেফতারকৃত ফোরকান এলাকায় দীর্ঘদিন যাবত সন্ত্রাসী কার্যকলাপ করে আসছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। তার বিরুদ্ধে থানায় ও কোর্টে অনেক মামলা রয়েছে।

বাউফল থানা ওসি (তদন্ত) ভারপ্রাপ্ত আল-মামুন বলেন, ফোরকান হাওলাদারের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক ভাবে দুইটি মামলা দায়ের করা হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host