প্রতিবন্ধী শিশুদের মাঝে গলাচিপা শুভসংঘের ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশের তারিখ: এপ্রিল ২৮, ২০২১ | ৪:২৮ অপরাহ্ণ

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।
প্রতিবন্ধী শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে কালের কণ্ঠ শুভসংঘ গলাচিপা উপজেলা শাখা। আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা চিকনিকান্দি ইউনিয়নের প্রত্যন্ত মাঝগ্রাম এলাকার চিকনিকান্দি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ সাহিন। সংক্ষিপ্ত সভায় শুভসংঘের উপজেলা শাখার সভাপতি সবুজ পালের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার মু. শাহ আলম, শুভসংঘের কেন্দ্রীয় সদস্য ও কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি সাইমুন রহমান এলিট, চিকনিকান্দি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সভাপতি মু. সাইফুর হাসান তুহিন, চিকনিকান্দি ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসাইন রিয়াদ , সাবেক ছাত্রলীগের সভাপতি কাওসার তালুকদার, শুভসংঘের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ফিরোজ আলম, চরকাজল ইউনিয়ন শাখার সভাপতি সাব্বির আহমেদ নোবেল, গলাচিপা শাখার সাংগঠনিক সম্পাদক রকিব খন্দকার, ক্রীড়া সম্পাদক আল মামুন, কার্যকরী সদস্য আশিষ সাহা প্রমুখ।উপস্থিত অতিথিবৃন্দ চিকনিকান্দি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থীর মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন। এসব ইফতার সামগ্রহীর জন্য আর্থিক সহয়তা করেছেন, এসএম দেলেয়ার হোসেন, পবিত্র পাল, সর্দার শাহ আলম।উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাহিন বলেন, বিগত দিনগুলোতেও আমি শুভসংঘের সকল কাজের সাথে ছিলাম। আমাকে যখন যেভাবেই ডাকা হবে আমি কালের কণ্ঠ শুভসংঘের পাশে থাকবো। শুভসংঘ প্রত্যন্ত এলাকায় গিয়েও যে অসহায় মানুষের পাশে থাকে তা কাজের মধ্য দিয়ে প্রমাণ রেখে যাচ্ছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host