বৃষ্টির জন্য ঝালকাঠিতে নামাজ আদায়

প্রকাশের তারিখ: এপ্রিল ২৯, ২০২১ | ৪:২৮ অপরাহ্ণ

ঝালকাঠি প্রতিনিধি :: দেশের অন্যান্য এলাকার মতো এবার ঝালকাঠিতেও গ্রীষ্মের প্রচন্ড তাপদাহ, খরা ও অনাবৃষ্টির কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এ থেকে রক্ষা পেতে জেলার নলছিটি উপজেলায় ‘ইসতেস্কার’ নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসুল্লিরা।

বৃহস্পতিবার (২৯এপ্রিল) সকালে নলছিটি শহরের সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠে এলাকার ধর্মপ্রাণ মানুষ এ নামাজ আদায় করেন। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন থানা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. বাহাউদ্দীন।

নামাজে অংশগ্রহণকারীরা জানান, বৈশাখের অর্ধেক মাস পার হলেও বৃষ্টির দেখা নেই। অনাবৃষ্টিতে সম্ভব হচ্ছে না ফসল উৎপাদন। প্রচÐ গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে এখানকার জনজীবন। এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এ নামাজ আদায় করা হয় বলেও জানান তারা।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host