পটুয়াখালী জেলা ছাত্রলীগের ধানকাটা কর্মসূচী অব্যাহত

প্রকাশের তারিখ: এপ্রিল ৩০, ২০২১ | ৭:৩৫ অপরাহ্ণ

মির্জা আহসান হাবিব ঃ পাকা ইরি ধানের মৌ মৌ গন্ধে ভাসছে পটুয়াখালীর পাকা ধান ক্ষেত। ধান কাটার লোক নাই। এই অবস্থার পরিপেক্ষিতে। পটুয়াখালী সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ আউলিয়াপুর ইউনিয়নের মোঃ রুবেল হাওলাদারের ক্ষেতের পাকা ধান কেটে বাড়ী পৌঁছে দিলেন।
৩০ এপ্রিল শুক্রবার দিনভর বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর নির্দেশে পটুয়াখালী সদর উপজেলার আউলিয়া পুর ইউনিয়নের মোঃ রুবেল হাওলাদারের জমির পাকা ধান কেটে তার বাড়ি পৌছে দেয় পটুয়াখালী সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ এর নেতৃত্বে একদল জেলা ও উপজেলা ছাত্রলীগ নেতা কর্মী।
করোনা মহামারি আর লকডাউনে জনবল সংকট থাকায় ছাত্রলীগ এভাবেই গরীব অসহায় কৃষকের পাশে এসে দাড়িয়েছে পটুয়াখালী জেলা ছাত্রলীগের নেতা কর্মীরা। এ বিষয় জাহিদ বলেন দেশে করোনা মহামারী ভাইরাস এর কারনে কৃষক খেতের পাকা ধান কাটতে পারছে না তাই তাদের কে কিছুটা হলেও সাহায্য করতে পেরেছি।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host