কাউখালীতে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

প্রকাশের তারিখ: মে ৪, ২০২১ | ৪:৩৯ অপরাহ্ণ

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালীর চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের ডুমজুড়ী গ্রামের কৃষক আবুল কালামের জমির পাকা ধান মঙ্গলবার (৪ মে) কেটে দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। করোনাকালীন মহামারীতে শ্রমিক সংকটে দুশ্চিন্তায় ছিলেন ওই জমির মালিক। পরে কাউখালী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সরকারি কাউখালী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম জিতুর নেতৃত্বে ১৮/২০জন ছাত্রকর্মী ওই জমির ধান কেটে কৃষকের বাড়ি পৌছে দেন ।
জিতু জানান, গত বারের করোনাকালীন সময়ে যেভাবে আমরা কৃষকের পাশে ছিলাম এ বছরও আমরা সে ভাবেই কৃষকের পাশে আছি। যখনই খবর পাব কোন কৃষক শ্রমিকের অভাবে তার ধান কাটতে পারছেনা তখনই আমরা ঐ কৃষকের শুধু ধান কাটাই নয় তার সকল ধরনের কাজে তাদের পাশে থাকব।
কৃষক আবুল কালাম জানান, এলাকার এক যুবকের সঙ্গে ধান কাটার সমস্যা নিয়ে দু’দিন আগে আলাপ করার পর আজ মঙ্গলবার আমার ক্ষেতের পাকা ধান ঘরে তুলে দিয়ে গেলের ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় ধান কাটায় অংশগ্রহণ করে ছাত্রলীগ নেতা আশিকুল ইসলাম কলিন্স, ইব্রাহিম রাব্বি, আলামিন ফরাজী, রোমান হোসেন, ইমতিয়ান আহম্মেদ অভি, মেহেদি হাসান মৃদুল ও হাফিজুর রহমান প্রমুখ।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host