বরিশালের নতুন বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার

প্রকাশের তারিখ: জুন ৪, ২০২০ | ২:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব অমিতাভ সরকার। বৃহস্পতিবার (৪ জুন) এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

অপর আদেশে বরিশাল বিভাগীয় কমিশনারের দায়িত্ব চালিয়ে আসা মো. ইয়ামিন চৌধুরীকে সচিব পদে পদোন্নতির পর পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে পদায়ন করা হয়েছে।

অমিতাভ চৌধুরী এর আগে পটুয়াখালীর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে থাকার সময়ই তিনি যুগ্মসচিব পদে পদোন্নতি পান। পরে তাকে স্থানীয় সরকার বিভাগে যুগ্মসচিব হিসেবে বদলি করা হয়। এরপর তিনি অতিরিক্ত সচিব হন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host