ভোলায় ইউএনও’র ওপর বিক্ষুব্ধ ব্যবসায়ীদের হামলা, গাড়ি ভাঙচুর

প্রকাশের তারিখ: মে ১৩, ২০২১ | ৫:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: ভোলার চরফ্যাসনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালিয়েছে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা। এসয় তাকে বহন করা প্রাইভেটকারটি ভাঙচুর করা হয়েছে। হামলাকারীদের কবল থেকে রেহাই পেতে ইউএনও সহ অন্যরা থানায় গিয়ে আশ্রয় নেন।

বুধবার (১২ মে) রাত সাড়ে ৮টায় এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সরকারি নির্দেশনা অনুযায়ী দোকান পাট বন্ধ করতে রাত ৮ টায় চরফ্যাসন বাজারে ইউএনও রুহুল আমিন নিজেই মাইকিং করেন এবং মাইকিংয়ের পরও দোকান বন্ধ না করায় পুলিশসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে নামেন তিনি। ভ্রাম্যমাণ আদালত চরফ্যাসন বাজারের বটতলা সড়কে গেলে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা মিছিল সহকারে হামলা চালায় এবং এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।

ইউএনও মো. রুহুল আমিন জানান, মিছিলকারীরা তার সরকারি গাড়িটি ভাঙচুর করেছে। তবে ভ্রাম্যমাণ আদালতে থাকা কেউ আহত হননি। এখন তারা নিরাপদে আছেন। বৃহস্পতিবার (১৩ মে) উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ইউএনও।’

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host