এটাই হোক করোনা’র শেষ ঈদ

প্রকাশের তারিখ: মে ১৪, ২০২১ | ৬:৫৫ পূর্বাহ্ণ

মামুন-অর-রশিদ: গত বছর ঈদুল ফিতরে আমরা জীবনে প্রথম করোনাময় ঈদ উপভোগ করেছি। শুনশান নিরবতা নিস্তবদ্ধতায় যেন হারিয়ে গেছে ঈদের পুরো আনন্দ। জীবন হানীর আশঙ্কা, স্বাস্থ্যবিধির বাধ্যবাধকতা, সরকারী বিধি নিষেধকে মান্য করতে গিয়ে হয়নি ঈদের জামাত, কোলাকুলি , মোলাকাত কিংবা শুভেচ্ছা বিনিময়। এইবাড়ি ঐবাড়ি দাওয়াত খাওয়ার কথা তো ভাবাই যায়নি। এভাবেই বছর কেটে গেছে।

এবারের ঈদেও সেই দুর্বিসহ দিনের ছাপ। তবে আর চাইনা এমন ঈদ। এটাই যেন হয় করোনার শেষ ঈদ। আগামী ঈদুল আযহার আগেই বাংলাদেশ তথা বিশ্ব হোক করোনা মুক্ত। এ জীবনে প্রাণ খুলে আবারো ঈদ উদযাপন করতে চাই।

অতি দ্রুত স্বাস্থ্যবিধি পালন, টিকা / প্রতিশেধক প্রদান, যথাযথ ঔষধ আবিস্কার সহ যে কোন পদক্ষেপ যেন কার্যকরী হয়। মহান আল্লাহ আমাদের সকল পাপ মোচন করে একটি নিরাপদ আনন্দময় নৈতিক, মানবিক পৃথিবী দান করুন, আমিন।

লেখকঃ

সম্পাদক ও প্রকাশক- বরিশাল বাণী।

যুগ্ম বার্তা সম্পাদক- দৈনিক দখিনের সময়।

সহ সভাপতি- অনলাইন প্রেস ক্লাব বরিশাল।

সাধারণ সম্পাদক- বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়ন।

কেন্দ্রীয় জনকল্যাণ সচিব- জাতীয় সাংবাদিক সংস্থা।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host