ভোলায় আগুনে পুড়লো ডায়াগনস্টিক সেন্টারসহ ৬ দোকান

প্রকাশের তারিখ: মে ১৫, ২০২১ | ৬:৫৪ অপরাহ্ণ
ইয়াছিনুল ঈমন, ভোলা প্রতিনিধি ‌।
ভোলার দৌলতখান উপজেলায় আগুনে একটি ডায়াগনস্টিক সেন্টারসহ ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। শনিবার ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ব্যবসায়ীরা জানায়, ভোরে সাড়ে তিনটার দিকে দৌলতখান বাজারের উত্তর মাথায় হাসপাতালের সামনে অলি স্টোর নামে একটি মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে এক ঘণ্টার মতো চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই একটি ডায়াগনস্টিক সেন্টার, একটি ফাস্টফুডের দোকান, দুটি মুদি দোকানসহ ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেছি। অগ্নিকাণ্ডে বাজারের ছয়টি দোকান পুড়ে গেছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host