কাউখাললীতে স্কু্ল ছাত্রীকে অপহরনের অভিযোগে মামলা, গ্রেফতার ১

প্রকাশের তারিখ: মে ১৬, ২০২১ | ৯:১৪ অপরাহ্ণ

পিরোজপুর প্রতিনিধি:পিরোজপুরের কাউখালীতে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৫) অপহরণের অভিযোগে মামলা। অপহরণের ৭ ঘণ্টা পর রবিবার (১৬ মে) রাত ২ টার দিকে উপজেলার শিয়ালকাঠি এলাকা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে কাউখালী থানা পুলিশ।
ওই ছাত্রীকে অপহরণের অভিযোগে ফাহিম দর্জি (২০) নামের এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের জোলাগাতি গ্রামের ফারুক দর্জির ছেলে।এ ঘটনায় ওই ছাত্রীর বাবা ঘটনার দিন রাতেই অভিযুক্ত ফাহিমসহ অজ্ঞাতনামা এক জনকে আাসামী করে মামলা দায়ের করেন।

ওই স্কুলছাত্রীর বাবা বলেন,ফাহিম কাউখালী বাজারে ভ্যানে করে ফল বিক্রি করতো। সে ফল বিক্রির জন্য আমার বাড়ির সামনে গেলে আমার মেয়ে তার কাছ থেকে ফল কিনতে গেলে তাকে বিভিন্ন প্রোলোভনে দেখিয়ে সে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ঘটনার দিন শনিবার (১৫ মে) সন্ধা সাড়ে ৭ টার দিকে মেয়ে বাসা থেকে বের হয়ে তার ছোট ভাইকে বাজার থেকে এগিয়ে আনতে গেলে আসামী মেয়েকে ভুল বুজিয়ে অটোগাড়ীতে করে অপহরণ করে নিয়ে যায়। পরে ফাহিম উপজেলার জোলাগাতি গ্রামের তার বাড়িতে নিয়ে যায়। এ ঘটনায় শনিবার সন্ধায় কাউখালী থানায় ফাহিমসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আমি মামলা করেছি।

এ অভিযোগের ভিত্তিতে ওই দিন গত রাতে কাউখালী থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার জোলাগাতি গ্রামের একটি বাড়ি থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে। একই স্থান থেকে মামলার এজহারভুক্ত আসামি ফাহিমকে গ্রেফতার করে পুলিশ।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম বলেন, ‘অপহরণের অভিযোগে রাতেই ফাহিমকে গ্রেফতার করে রবিবার আদালতে পাঠানো হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host