চরফ্যাশনে মৎস্য দপ্তরের কর্মশালা অনুষ্ঠিত ২০ থেকে ২৩ মে পর্যন্ত পয়ষট্টি দিন সমুদ্রে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ

প্রকাশের তারিখ: মে ১৭, ২০২১ | ৬:৫৯ অপরাহ্ণ

এম লোকমান হোসেন, নিজস্ব প্রতিবেদক: দ্বীপ জেলা ভোলার মৎস্য দপ্তর এর আয়োজনে ১৮ মে (সোমবার) চরফ্যাশন অফিসার্স ক্লাবে বিভিন্ন ঘাটের জেলেদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন এই কর্মশালায় সভাপতিত্ব করেন।জেলা মৎস্যদপ্তরের কর্মকর্তা এবং চরফ্যাশন সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ মিনার সহ বিভিন্ন ঘাটের মৎস্য ব্যবসায়ী ও জেলেরা কর্মশালায় উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা বলেন, দেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য সামুদ্রিক মৎস্য আইন, ২০২০ অনুযায়ী ২০ মে থেকে ২৩ জুলাই ২০২১ পর্যন্ত মোট ৬৫ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সব ধরণের মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করে গত ১৩ এপ্রিল প্রজ্ঞাপন জারী করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনের মাধ্যমে এ ৬৫ দিন দেশের সামুদ্রিক জলসীমায় সকল প্রকার মৎস্য নৌযান দিয়ে যে কোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host