রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে পটুয়াখালীতে বন্ধুসভার মানববন্ধন

প্রকাশের তারিখ: মে ১৮, ২০২১ | ৬:৩২ অপরাহ্ণ

মির্জা আহসান হাবিব ঃ অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ ও তাঁর মুক্তির দাবিতে আজ মঙ্গলবার বিকেল মানববন্ধন কর্মসূচির পালন করা হয়েছে। প্রথম আলো, পটুয়াখালী বন্ধুসভার উদ্যোগে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসুচিতে পটুয়াখালীর গনমাধ্যম কর্মীরাও অংশ নেয়।
বিকেল ৫ টায় শুরু হওয়া এই মানববন্ধন চলাকালে বন্ধুসভার সভাপতি জাহিদা আক্তারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, সহ-সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক জালাল আহমেদ, বন্ধুসভার সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত, প্রথম আলোর পটুয়াখালী প্রতিনিধি শংকর দাস।
বক্তারা , অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলাম সাম্প্রতিককালে স্বাস্থ্য খাতে দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে বেশ কিছু প্রতিবেদন করেছেন। এই কারণে তিনি কারও কারও আক্রোশের শিকার হয়েছেন বলে মনে করা হচ্ছে। কাজের সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি সহ যারা তাঁকে হেনস্তা ও হয়রানি করেছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় এই মানববন্ধন থেকে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host