দশমিনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবা-ছেলেকে কুপিয়ে জখম

প্রকাশের তারিখ: মে ১৮, ২০২১ | ৮:৪৫ অপরাহ্ণ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দশমিনা উপজেলায় জমি দখল করতে না পেরে বাবা-ছেলেসহ তিন জনকে কুপিয়ে গুরুতর জখম করেছে সাবেক ইউপি সদস্য ও তার দলবল। মঙ্গলবার (১৮ মে) দুপুরে উপজেলার বহরমপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের কাদেরের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, সাবেক ইউপি সদস্য আব্দুল কাদের মেম্বার ও তার দলবল স্থানীয় জালাল মৃধার জমি দখল করে পাকা ভবনের নির্মান কাজ করছিলেন। এসময় তারা ভবনের নির্মান কাজে বাধা দেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে কাদের মেম্বার ও তার দলবল কুপিয়ে-পিটিয়ে জালাল মৃধা (৫০) তার ছেলে সোহাগ মৃধা (২৫) এবং সোহান মৃধাকে (২১) রক্তাক্ত জখম করেন। গুরুতর আহত অবস্থায় তাদের দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

দশমিনা থানার ওসি মোঃ জসীম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, লিখিত আভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এব্যাপারে অভিযুক্ত কাদের মেম্বার জানান, হামলার ঘটনায় আমাদেরও তিন জনকে পিটিয়ে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’’

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host