কলাপাড়ায় ৯৯৯ এ ফোন করে পরিবারকে ফিরে পেল শিশু শিক্ষার্থী

প্রকাশের তারিখ: মে ১৯, ২০২১ | ৮:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ – এর কল করে পরিবারকে খুঁজে পেল তার সিরাজুল ইসলাম (১২) নামের এক শিক্ষার্থী। মঙ্গলবার (১৮ মে) রাত ১০টার দিকে পুলিশ তাকে পরিবারের কাছে হস্তান্তর করেন।

শনিবার (১৫ মে) এক ট্রাক চালক ঘুরতে যাওয়ার কথা বলে সিরাজুলকে ঝিনাইদহ সদর উপজেলা থেকে নিয়ে আসে। সোমবার সন্ধ্যায় কুয়াকাটা মহাসড়কের পাখিমারা বাজার নামক স্থানে তাকে ফেলে রেখে যায়। এমন পরিস্থিতিতে ওই শিক্ষার্থী কান্নাজড়িত কণ্ঠে বাজারে ঘোরাফেরা করছিল। স্থানীয়রা তাকে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেয়। পরে পুলিশ শিক্ষার্থীকে উদ্ধার করে ঝিনাইদহ থানায় ফোন দিয়ে পরিচয় শনাক্ত করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীকে উদ্ধার করে থানায় আনা হয়। মঙ্গলবার রাতে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সে ঝিনাইদার কালিপুর এলাকার মহিলা কলেজ পাড়ার পিতা মৃত চাঁন মিয়ার ছেলে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host