ঝালকাঠিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়লো সুপারশপ

প্রকাশের তারিখ: মে ২০, ২০২১ | ৭:০৪ অপরাহ্ণ

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে একটি সুপারশপে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে শহরের বিকনা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সুপারশপের মালিক।

স্থানীয়রা জানায়, রাত দুইটার দিকে সৈয়দ ট্রেডার্স নামে একটি সুপারশপে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা চিৎকার শুরু করে। খবর পেয়ে সুপারশপের মালিক আবু মোসাদ্দেক আলী কবির লোকজন নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মালামালসহ সুপারশপটি পুড়ে যায়। এতে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ওই ব্যবসায়ী দাবি করেন। কি কারণে আগুন লেগেছে এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারছে না ফায়ার সার্ভিস।

ব্যবসায়ী আবু মোসাদ্দেক আলী কবির বলেন, সুপারশপে অগ্নিনির্বাপকের ব্যবস্থা রয়েছে। আগুন লাগলে সয়ংক্রিয়ভাবে বিদ্যুত সংযোগ বন্ধ হয়ে যাবে। কিন্তু এর পরেও আমার ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে। শত্রুতাবশত কেউ পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় ঝালকাঠি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করা হচ্ছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host