পাথরঘাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৪টি বাস পিরোজপুরে আটক

প্রকাশের তারিখ: মে ২২, ২০২১ | ৮:৫৬ অপরাহ্ণ

পিরোজপুর প্রতিনিধিঃ পাথরঘাটা আমুয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৪ টি বাস পিরোজপুরে আটক। পরে ভ্রাম্যমাণ আদালত বাস ৪ টির মালিককে জরিমানা করে পাথরঘাটা ও আমুয়া থেকে আসা বাসগুলিকে পাথরঘাটা ও আমুয়ায়ে তা ফিরিয়ে দিয়েছে পিরোজপুরের প্রশাসন। শনিবার(২২ মে) দুপুরে শহরের পিরোজপুর-নাজিরপুর আঞ্চলিক মহাসড়কের পূর্ব শিকারপুর এলাকায় প্রায় ২০০ যাত্রীসহ ৪টি বাস আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃতারিকুল আলম জানান, সরকার ঘোষিত লকডাউনের বিধিনিষেধ অমান্য করে ৪টি বাস পাথরঘাটা ও আমুয়া থেকে ছেড়ে এসে পিরোজপুরের ওপর দিয়ে ২০০ যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিলো।এসময় বাস ৪ টিকে আটক করে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনে প্রতিটি বাসের মালিককে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বাসের যাত্রীদের সর্তক করে বাসগুলোকে যে স্থান থেকে ছেড়ে আসছিলো সেখানে ফেরত পাঠানো হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host