গাবতলীতে বন্ধু সালামকে খুন করায় ঘাতক জীবন মিয়া গ্রেফতার

প্রকাশের তারিখ: মে ২২, ২০২১ | ৯:২০ অপরাহ্ণ

মুহাম্মাদ আবু মুসা
বগুড়ার গাবতলীতে ধার (কর্জ) ২’শ টাকাকে কেন্দ্র করে আব্দুস সালাম (১৮) নামের এক যুবককে পেটে ছুরিকাঘাত করে খুন করার ঘটনায় এলাকাবাসির সহযোগিতায় পুলিশ ঘাতক জীবন মিয়া (১৮)কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত জীবন উপজেলার বালিয়াদিঘী গ্রামের আবুল হোসেনের ছেলে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৯টায় উপজেলার বালিয়াদিঘী গ্রামের প্রতিবেশী ঘনিষ্ঠ বন্ধু আব্দুস সালাম (১৮) কে ছুরিকাঘাত করে খুন করে। নিহত আব্দুস সালাম ওই গ্রামের সাজু প্রামানিকের ছেলে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলামের সাথে কথা বললে তিনি থানায় হত্যা মামলা দায়ের এবং ঘাতককে গ্রেফতার করার কথা স্বীকার করেছেন। উল্লেখ্য, তারা ঘনিষ্ঠ বন্ধত্বের কারনে আব্দুস সালাম বেশ কিছু দিন আগে বন্ধু জীবন মিয়ার নিকট থেকে ২’শ টাকা ধার (কর্জ) নেয়। এই টাকাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কিছুটা বিরোধ সৃষ্টি হয়। এর এক পর্যায়ে শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৯টায় জীবন মিয়া বাড়ির পাশে তার বন্ধু আব্দুস সালামকে ডেকে নেয়। সরল বিশ^াসে বন্ধু’র ডাকে আব্দুস সালাম সাড়া দিলে তাদের কিছুটা বিরোধ থাকায় তা সমাধান হয়। এর পর দুই বন্ধুই এক সাথে তাদের গন্তব্যস্থলে চলে যাওয়ার পথে একটু ফাঁকা জায়গায় পৌঁছিলে কিছু বুঝে উঠার আগেই আব্দুস সালামের পেটে ছুরিকাঘাত করে পাষন্ড বন্ধু জীবন মিয়া পালিয়ে যায়। পরে গুরুত্বর আহত আব্দুস সালামের চিৎকারে আশে পাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

 

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host