“ঘূর্নিঝড় মোকাবেলায় করনীয়” বিষয়ে গ্রামীন জন উন্নয়ন সংস্থার প্রস্তুতিমুলক সভা

প্রকাশের তারিখ: মে ২৪, ২০২১ | ৫:৪৪ অপরাহ্ণ

ইয়াছিনুল ঈমন,ভোলা প্রতিনিধি।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্নিঝড় ‘ইয়াস’ মোকাবেলায় করনীয় বিষয়ে জরুরী প্রস্তুতি সভা করেছে গ্রামীন জন উন্নয়ন সংস্থা। খোলা হয়েছে কন্ট্রোল রুম। সোমবার বিকেলে গ্রামীন জন উন্নয়ন সংস্থার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন এর সভাপতিত্বে সংস্থার উর্দ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেয়।
সভায় গ্রামীন জন উন্নয়ন সংস্থার পরিচালক হুমায়ুন কবীর কে আহবায়ক করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়। সংস্থার কর্মকর্তা ও কর্মচারিদের সকল ছুটি বাতিল ও ৪৭টি শাখার শাখা ব্যাবস্থাপক ও কর্মীদের সার্বক্ষনিক প্রস্তত থাকতে বলা হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host