শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে ববি শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশের তারিখ: মে ২৪, ২০২১ | ৭:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।

সোমবার বেলা ১২টান দিকে ঘণ্টাব্যাপী বিশ্বিবিদ্যালয়ের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন বাংলা বিভাগের শিক্ষার্থী মো. আলামিন, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ইরাজ আহমেদ ও গণিত বিভাগের জিয়াউল হক জিহাদসহ আরও অনেকে।

এ সময় বক্তারা বলেন, সবকিছুই স্বাভাবিকভাবে চলছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় লাখ লাখ শিক্ষার্থীর অপূরণীয় ক্ষতি হয়েছে। শিক্ষার্থীরা পড়াশোনা থেকে অনেক দূরে সরে গেছে। অনলাইন ক্লাসের নামে শিক্ষার্থীদের সাথে প্রহসন করা হচ্ছে।

বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে সরকার কার্যকর কোনো ভূমিকাও নিচ্ছে না। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে দ্রুত বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান শিক্ষার্থীরা।

উল্লেখ্য, করোনা সংক্রমণ ঠেকাতে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে বিশেষ করে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে দীর্ঘ সেশনজটের সৃষ্টি হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host