নলছিটির গোপালপুরে প্রতিপক্ষর হামলায় ৪ জন আহত হয়েছে

প্রকাশের তারিখ: মে ২৪, ২০২১ | ৭:০৫ অপরাহ্ণ

নিজস্বপ্রতিবেদক :নলছিটির পশ্চিম গোপালপুর গ্রামে প্রতিপক্ষর হামলায় ৪ জন আহত হয়েছে। আহতরা হলেন পশ্চিম গোপালপুর গ্রামের মৃত্য সন্দু খানের ছেলে মোতালেব খান (৬০) তাজুল ইসলাম খান(৪৫) নাতি কামরুল ইসলাম (১৫) ও মুনসুর (২৫)। পরে স্থানীয়রা তাদের মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে শেবাচিমের সার্জারি ওয়ার্ডে ভর্তি করে।আহত সূত্রে জানাগেছে নলছিট থানার পশ্চিম গোপালপুরের মল্লিক বাড়ি ও গোপালপুর সিকদার বাড়ির যুবকদের মধ্যে ক্রিকেট খেলা নিয়ে ঈদের ৩য় দিন রবিবার কাথা কাটাকাটি হয়।এনিয়ে উভয় পক্ষের মিমাংসা হয়। গত বৃহস্পতিবার পশ্চিম গোপালপুরে মোতালেব খানের ছেলে কামরুল ইসলাম বরিশাল থেকে তাদের বাড়ি ফেরার সময় গোপালপুর সিকদার বাড়ির মালেক হাংএর ছেলে কাওসার ও খালেক সিকদারের ছেলে ইমরান ছোনের ভিটা স্কুলের পশ্চিম পাশে তার পথরোধ করে মারধর করে।এ ঘটনায় কামরুলের বাবা মোতালেব ও চাচা তাজুল ইসলাম ভাগিনা মুনসুর উদ্ধারে উদ্দেশ্যে ছুটে গেলে তাদের ও মারধর করে।এ সময় ইমরান, সরোয়ার, কাওসার সহ ২০/২৫ ধারালো রামদা ও বগি দা দিয়ে এলোপাতারি কুপিয়ে গুরত্বর যখম করে।তারা আরো জানায় ওই ক্রিকেট কেলা নিয়ে দন্ধর সময় কামরুল সেখানে ছিলনা। অথচ বিনা কারনে তাদের মারধর করা হয়েছে। ঘটনার পর স্থানীয়রা আহতদের মূমুর্ষ অবস্থায় হাসপাতালে প্রেরন করে।এ বিষয়ে সার্জারি ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক জানায় তাজুলের শাররিখ অবস্থার অবনতি আছে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা যেতে বলা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততুতি চলছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host