বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনা, মহাসড়কের ২০ কিলোমিটার এলাকায় যানজট

প্রকাশের তারিখ: মে ২৫, ২০২১ | ১:১১ অপরাহ্ণ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে পৌলি পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বঙ্গবন্ধু সেতু সড়কে চলাচলকারিদের।

সোমবার রাতে বঙ্গবন্ধু সেতুতে দুই পিকআপের সংঘর্ষ এই যানজট সৃষ্টির কারণ বলে জানিয়েছে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম।

শফিকুল ইসলাম জানান, সোমবার দিবাগত রাত পৌঁনে এগারটার দিকে সেতুর ৩৬ নম্বর পিলারের কাছে ঢাকা মুখী একটি পিকআপ আরেকটি পিকআপকে ধাক্কা দেয়। পরে আরেকটি ট্রাক এসে পিকআপ দুটিতে ধাক্কা দেয়। এতে সেতুর উপর যানজট সৃষ্টি হয়। পরে যানজট নিরসনে মধ্যে রাত থেকে সকাল ৮ টা পর্যন্ত কয়েক দফায় টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এতে সেতু থেকে মহাসড়কের পৌলি পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host